Monday, December 31, 2012

Malesiyaya Worker Registration begins for January 13

মালেশিয়ায় কর্মীর জন্য ১৩ জানুয়ারি নিবন্ধন শুরু
Md. Atiqur Rahman
২০১২.১২.৩১ ১৬:১৬
    সরকারের এত পরিশ্রম আর জনগণের এত প্রতীক্ষা, সবই বৃথা হল। দুর্নীতির পথ খুলে দেওয়া হল।
    আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্ট্রেশন হবে। তাহলে শুধুমাত্র ইউপি তথ্য সেবা কেন্দ্রেই যখন রেজিষ্ট্রেশন হবে, তাহলে চেয়ারম্যানের আত্মীয়, মেম্বারের আত্মীয় ছাড়া অন্য সাধারণ জনগণকি আগে সিরিয়াল পাবে ? আমি নিজেও একজন ক্ষমতাসীন দলের সমর্থক, তারপরও আক্ষেপের সাথে বলতে হয়, এই সরকারের নীতি নির্ধারক বা উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা একদমই.....................থাক আর বললাম না, বললেও প্রথম আলো তা ছাপাবেন না। যাই হোক অন্তত তথ্য সেবা কেন্দ্রে রেজিষ্ট্রশনের জন্য প্রত্যেককে কম পক্ষে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা করে গুনবার জন্য প্রস্তুত থাকতে অগ্রীম বলা হল। আমি আতিকুর রহমান গ্যারান্টি দিয়ে বলছি এ খাতে দুর্নীতি শুরু হয়ে গেল। এজেন্সীর দালালদের হাত থেকে এবার ইউপি দালালদের হাতে গেল মালাইগামী জনগণের ভাগ্য। তবে আমার মনে হয় সরকারী চাকুরী পেতে যে ভাবে, যে অস্থায় এবং যত টাকা গুনতে হয়, এবার মালায়েশিয়ায় যেতে তত টাকা ইউপি চেয়ারম্যানদের কাছে গুনতে হবে এবং এম.পি মহোদয়ের রিজিক থাকলে তিনিও কিছু ভাগ পাবেন। তবে এটা নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে, মালায়েশিয়া সরকার অবশ্যই এই বিষয়ে জানবেন, আর তখন এদেশের দালাল এবং সরকার কারও উপর তাদের বিশ্বাস থাকবে না, তখন তারা আবার এদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিবে এবং এবার বন্ধ করলে আর কোনোভাবেই খোলার রাস্তা থাকবে না। আর আমার বাস্তত অভিজ্ঞতা থেকে আমি যতদুর জানি, ইউপি তথ্য সেবা কেন্দ্রের একজন কম্পিউটার অপারেটরের যে অভিজ্ঞতা, তাতে করে একটি প্রত্যয়ন পত্র সুন্দর করে লেখারও ক্ষমতা তাদের নেই, তাহলে তাদের দ্বারা রেজিষ্ট্রেশন কতটা নির্ভুল হবে তা যথেষ্ট অনুমেয়। অন্তত, দেশের যে কোন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে রেজিষ্ট্রেশন হলে অন্তত এই একক ক্ষমতা পেতনা তথ্য কেন্দ্র এবং দুর্নীতি করারও সুযোগ পেত না।
    যাই হোক আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলব, এ বিষয়টি নিয়ে যেন প্রথম আলো এবং প্রথম আলোর পাঠকবৃন্দ কিছু লেখেন।
    পরিশেষে তথ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এই অপূর্ব দুর্নীতির সুযোগ দেওয়ার জন্য এবং সেই সাথে সাধারণ জনগণ হিসেবে সরকারের এই সিদ্ধান্তকে আমি গোভীর দুঃখের সহিত তীব্র নিন্দা জানাচ্ছি। 


For Read in English



Md. Atiqur RahmanThe .31 .1 01 at 16:16
    
The waiting is so hard for so many people, it is of no avail. Corruption is way off.
    
Registration will be based on the fact that you will find. UP only when the registration information to the service stations, and the Chairman's relatives, other than the general janaganaki membarera relative to the serial? I am also a supporter of the ruling party, which is to say with regret, the government policy makers or advisers who are mandali least I was not alone ....................., chapabena it does not work the first light. However, at least as a service center for everyone rejistrasanera least 30,000 (thirty thousand) per gunabara advances have been ready for it. I guarantee that by saying atikura corruption in the sector could start. The UP Agency brokers brokers from all over the fate malaigami. However, I think that the way to get the job, and the money that asthaya gunate is, I go to the malayesiyaya the UP chairmen and I have gunate. P. rijika mahodayera if he can find something to share. However, it is going to make sure to comprehend, Malaysia, the government must know this, but the country and the broker will not have anyone on their beliefs, they will head back to the country and get it off the road and will not disclose konobhabei. As far as I know from my experience bastata, UP Information Services Center, a computer operator that experience, and it does not have a certificate of good lekharao, then it is conceivable that the registration is accurate. At least, the registration via the Internet from any place if at least one of these amenities would not also petana Information Center and corruption.
    
However, I must say as an ordinary man, in the light of the first light and the first pathakabrnda some choice.
    
Finally, the Information Services Center to thank them on behalf of the government, this unprecedented opportunity for corruption and the government with the common view with regret the decisions I drub gobhira ride.