Monday, December 31, 2012

Opening of Malaysia Manpower export from tomorrow

কালই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারকালের কণ্ঠ ডেস্ক


মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে (জিটুজি) কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন আগামীকাল মঙ্গলবার থেকেই। এজন্য দেশটির পক্ষ থেকে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে ৩০ হাজার কর্মী দেশটিতে পাঠানোর কথা থাকলেও গতকাল রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
ওই কর্মকর্তা জানান, চাহিদাপত্র পাওয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সোমবারই সংবাদ সম্মেলন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতি শুরুর ঘোষণা দেওয়া হবে। আজ বিকেল ৩টায় প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন ডেকেছেন।
মন্ত্রী গতকাল বিকেলে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের বলেন, 'মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যাপারে সুখবর আছে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে গণমাধ্যমকে জানানো হবে।'
তবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ পর্যন্ত ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। বাকি চাহিদাপত্র আসার প্রক্রিয়াও চলছে। জানুয়ারিতে নিবন্ধন শুরুর আগে তাদের প্রাথমিক পর্যায়ের চাহিদাপত্র আসা শেষ হবে। এতে তাদের নির্দিষ্ট কোটাও পূরণ হয়ে যেতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার জানান, সংবাদ সম্মেলনে নিবন্ধন শুরুর দিনক্ষণসহ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়ার পুরো প্রক্রিয়াই তুলে ধরবেন মন্ত্রী। এতে প্রক্রিয়াগত যেসব পরিবর্তন রয়েছে, তা-ও তিনি উল্লেখ করবেন।
খন্দকার মোশাররফ হোসেন গতকাল বলেন, 'মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অভিবাসন ব্যয় নির্ধারণ করায় একটি বিশেষ গোষ্ঠী আমার পদত্যাগ দাবি করেছিল। এর পরও সিদ্ধান্তে অনড় থেকে ৪০ হাজার টাকা নির্ধারণ করেছি। কেউ যদি এর বেশি টাকা নেয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

For Read in English

Government of Malaysia (jituji) employee of sending the first day of the new year from tomorrow Tuesday. The country is already in the initial stage of the requisition has been sent. The first stage of the 30 thousand workers in the country but also to send up to 10 hours on Sunday to get the last news staff found that the requisition of the Welfare Ministry official said. News said.
The official said the ministry was in the requisition somabarai today announced the start of a press conference in Malaysia will be sending staff. The 3 today at a press conference summoned by kalyanamantri Khandaker Mosharraf Hossain.
Yesterday afternoon iskatane said Welfare Minister buildings, sending workers in Malaysia have been sukhabara. Monday afternoon at a press conference on behalf of the Ministry of the media will be notified. '
The official name of the condition of the worker's requisition of 10 found. The rest of the requisition processing. Register before the end of January they will come early requisition. It can be said that the quota is full.
The public relations officer of the ministry, said Shahidul Alam Majumdar, press conference registration Bangladeshi workers in Malaysia dinaksanasaha From the touch of the whole system. This procedural change that has been - and he will not.
Khandaker Mosharraf Hossain yesterday said the Malaysian immigration staff were sent to determine the cost of a special group of resignation was demanded. But firm conclusions determined from Tk 40. If it's more money, but take action against them. '